Free download India Constitution বাংলা জিকে পার্ট ৩ GK-TIME

Hello, সবাই কেমন আছেন আশা করি সবাই কুশলে আছেন ,আমি আজকে Free download India Constitution  একটা পার্ট নিয়ে আলোচনা করব

সবার প্রথমে আপনাকে আমাদের ওয়েবসাইটে স্বাগত জানাই । এটি একটি সরকারি চাকরি পরীক্ষাথি যারা সরকারি চাকরির পরীক্ষা দিছেন তাদের কিছুটা সাহায়্যের জন্য এই ওয়েবসাইট । আশা রাখি এই ওয়েবসাইট থেকে আপনার কিছু হলেও উপকার পাবেন ।

তো আমার সকল বাঙালি ভাই বোনদের প্রতি নিবেদন যে আপনার যদি এই ওয়েবসাইটি ১ % যে কোন তথ্য ভালো লাগে তো করে শেয়ার করতে ভুলবেন না । আপনাদের যদি কোন বই বা স্পেশাল কোন PDF দরকার হয় তো এই ওয়েবসাইট ভিজিট করুন লিঙ্ক http://www.fivedottech.com/

আপনি যদি কিরনের GROUP – D বইটি ডাউনলোড করতে চান তো এই লিঙ্কে ক্লিক করুন        লিঙ্ক 

তো বন্ধুরা চলুন আজকের পোস্ট নিয়ে আলোচনা করি , আজকে আমি সংবিধানের ৩ পার্ট টি নিয়ে আলোচনা করব

ভারতীয় সংবিধান

১. ভারতীয় আইনসভা গঠিত হয় রাষ্ট্রপতি, রাজ্যসভা এবং লোকসভাকে নিয়ে। (79 নং ধারা)।

২. রাজ্যসভা হল উচ্চকক্ষ, এর 250 জন সদস্য থাকার কথা থাকলেও। সদস্যরা 238 জন রাজ্য থেকে বিধায়ক দ্বারা নির্বাচিত হন এবং 12 জন সদস্য রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত হন। (৪০ নং ধারা)।

৩. এই সদস্যরা 6 বছরের জন্য মনোনীত হন। প্রতি 2 বছরে এক তৃতীয়াংশ সদস্য অবসরগ্রহণ করেন। পদাধিকার বলে রাজ্যসভার সভাপতি হন উপরাষ্ট্রপতি।

৪. রাজ্যসভা একটি স্থায়ী কক্ষ পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার সদস্য সংখ্যা 16 জন। লোকসভা হল সংসদের নিম্নকক্ষ।

৫. লোকসভা 552 জন সদস্য 550 (নির্বাচিত) + 2 (মনোনীত, ইঙ্গ-ভারতীয়) নিয়ে গঠিত হওয়ার কথা। 552 = 530 (রাজ্য + 20 কেন্দ্রশাসিত অঞ্চল থেকে সর্বাধিক 20 জন) + 2 (ইঙ্গ-ভারতীয়)।

৭. সদস্যরা 5 বছরের জন্য জনগণের দ্বারা নির্বাচিত হন।

৮. পশ্চিমবঙ্গের লোকসভার সদস্য 42 জন যার মধ্যে সাধারণ 32 তপশিলি জাতি ৪, তপশিলি উপজাতি 2টি।

৯. লোকসভার সদস্যদের বয়স 25 বছর এবং রাজ্যসভার সদস্যদের। বয়স ন্যূনতম 30 বছর থাকতে হবে।

১০. রাজ্যসভার সদস্য নির্বাচনের ধারণা দক্ষিণ আফ্রিকা থেকে নেওয়া। হয়েছে।

১১. রাজ্যসভার সদস্য মনোনয়নের ধারণা আয়ারল্যান্ডের সংবিধান।

থেকে গ্রহণ করা হয়েছে।

১২. কলা, সাহিত্য, বিজ্ঞান ও সমাজসেবার ক্ষেত্র থেকে রাজ্যসভায় । সদস্য মনোনীত হন। লোকসভায় তপশিলি জাতির 79টি এবং তপশিলি উপজাতির। 47টি আসন রয়েছে যা 25/01/2020 পর্যন্ত বলবৎ থাকবে।

১৩. সংবিধান চালু হওয়ার সময় লোকসভার সদস্য হিসাবে রাজ্য থেকে আসার কথা ছিল 500 জন, সপ্তম সংবিধান সংশোধনের মাধ্যমে 520 জন, করা হয় (1956) সালে। মাধ্যমে 530 জন করা হয়।

১৪. বর্তমানে লোকসভার সদস্য নির্ধারিত হয় 1971 সালের তৃতীয় জনগণনা অনুসারে।

পঞ্চম লোকসভা (1971-77) পাঁচ বছরের বেশি সময় চলেছিল।

তো বন্ধুরা যদি পোস্টটি ভালো লাগে তো শেয়ার করুন , ধন্যবাদ লেখাটি পরার জন্য

Comments

comments